পশ্চিম বর্ধমান জেলার মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম অজয় নদের উপর নির্মিত স্থায়ী সেতু ‘জয়দেব সেতু’ ইতিমধ্যেই উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে জয়দেব মেলার আগে পুরনো অস্থায়ী সেতু তথা ফেরিঘাট পুনরায় চালুর দাবিতে দীর্ঘদিন ধরেই বিক্ষোভ, অবরোধ ও ক্ষোভে ফুঁসছিল পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা এলাকার সাধারণ মানুষ।
এই পরিস্থিতিতে রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার আশ্বাস দিয়েছিলেন, স্থায়ী সেতুর পাশাপাশি অস্থায়ী ফেরিঘাট ব্যবস্থাও চালু রাখা হবে। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটতে চলেছে—অবশেষে ৩১ ডিসেম্বর থেকে অজয় নদের উপর অস্থায়ী ফেরিঘাটের রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে।
#news #highlights #followers
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন