তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা - ২০২৬
পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, পশ্চিম বর্ধমান জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট, আনন্দধারা কর্তৃক আয়োজিত তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা আগামী ৩০ শে ডিসেম্বর ২০২৫ হইতে ৮ ই জানুয়ারী, ২০২৬ পর্যন্ত প্রতিদিন দুপুর ১১ ঘটিকা থেকে রাত্রি ৮-৩০ ঘটিকা পর্যন্ত দুর্গাপুর হাট প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে। এই মেলায় স্বনির্ভর দলের সদস্য ও সদস্যাদের হাতের তৈরি বিভিন্ন জিনিস প্রদর্শন ও বিক্রয় হবে।
৩১শে ডিসেম্বর, ২০২৫ থেকে প্রতিদিন সকাল ১১ টা থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজিত হবে। প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ করার জন্য নীচের QR Code স্ক্যান করুন বা লিঙ্কে গিয়ে গুগল ফর্ম পূরণ করুন।
৩১শে ডিসেম্বর, ২০২৫
সকাল ১১ ঘটিকায় আন্তঃস্কুল ব্যান্ড প্রতিযোগিতা
দুপুর ১ ঘটিকায় আন্তঃকলেজ ব্যান্ড প্রতিযোগিতা
১লা জানুয়ারী, ২০২৬
সকাল ১১ ঘটিকায় দলগত নৃত্য প্রতিযোগিতা (ক বিভাগ বয়স ১০ বছর পর্যন্ত)
রবীন্দ্রসঙ্গীত / নজরুলগীতি / লোকসঙ্গীত -এর উপর আধারিত।
প্রতিটি দলকে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় দেওয়া হবে।
২রা জানুয়ারী, ২০২৬
সকাল ১১ ঘটিকায় দলগত নৃত্য প্রতিযোগিতা (খ বিভাগ ১০ বছর থেকে ১৮ বছর)
রবীন্দ্রসঙ্গীত / নজরুলগীতি / লোকসঙ্গীত -এর উপর আধারিত।
প্রতিদলকে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় দেওয়া হবে।
৩ রা জানুয়ারী, ২০২৬
সকাল ১১ ঘটিকায় দলগত নৃত্য প্রতিযোগিতা, ১৮ বছরের ঊর্দ্ধে
রবীন্দ্রসঙ্গীত / নজরুলগীতি / লোকসঙ্গীত -এর উপর আধারিত।
৪ ঠা জানুয়ারী, ২০২৬
সকাল ১১ ঘটিকায় অঙ্কন প্রতিযোগিতা।
ক বিভাগ – ১২ বছরের নীচে (অঙ্কনের বিষয় শীতের সকাল)
খ বিভাগ -১২ বছরের ঊর্দ্ধে ( অঙ্কনের বিষয় বাংলার গ্রাম)
মেলা কর্তৃপক্ষ কেবলমাত্র কাগজ সরবরাহ করবে।
দুপুর ১২ ঘটিকায় ‘দিদিগিরি আনলিমিটেড’ নামক একটি প্রতিযোগিতামূলক মজার অনুষ্ঠান আয়োজিত হবে।
৫ই জানুয়ারী, ২০২৬
দুপুর বারোটা ক্যুইজ প্রতিযোগিতা দশম শ্রেণি পর্যন্ত (দুজনের দল হবে)
দুপুর ১-৩০ ঘটিকায় ক্যুইজ প্রতিযোগিতা একাদশ শ্রেণি হইতে তদূর্দ্ধে (দুজনের দল হবে)
৬ই জানুয়ারী ২০২৬
দুপুর ১২ ঘটিকায় সঙ্গীত প্রতিযোগিতা ‘ক’-বিভাগ, বয়স ১২ বছর পর্যন্ত,
গানের বিষয়- রবীন্দ্রসঙ্গীত
দুপুর ১-৩০ ঘটিকায় সংগীত প্রতিযোগিতা –‘খ’-বিভাগ (১২ বছরের ঊর্ধে)
গানের বিষয়- নজরুলগীতি / লোকগীতি ।
৭ ই জানুয়ারী ২০২৬
সকাল ১১ ঘটিকায় আবৃত্তি প্রতিযোগিতা ‘ক’-বিভাগ, বয়সসীমা ১২ বছর পর্যন্ত
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বীরপুরুষ’
১-৩০ ঘটিকা - আবৃত্তি প্রতিযোগিতা খ বিভাগ (১২ বছরের ঊর্দ্ধে)
বিদ্রোহী কবি নজরুল ইসলাম রচিত ‘রাজভিখারী’
৮ ই জানুয়ারী, ২০২৬
বেলা ১২ ঘটিকায় স্বনির্ভর দলের সদস্যাদের জন্য প্রতিযোগিতা- হাঁড়িভাঙ্গা ,শঙ্খবাদন ও মিউজিকাল চেয়ার।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নীচের QR Code টি স্ক্যান করুন অথবা নীচের লিঙ্কে ক্লিক করুন।
https://forms.gle/WU4xx8Fuue3Sqh7c7
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন