এনটিপিসি সেল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং সরকারি এলিমকো সংস্থার উদ্যোগে আয়োজিত সিএসআর প্রকল্পের অধীনে দুর্গাপুরের এজোন হোপ স্কুলে ১৫৬ বিশেষভাবে অক্ষম মানুষকে কানে শোনার শ্রবণ যন্ত্র ও মোটর লাগানো অটোমেটিক ট্রাই সাইকেল প্রদান করা হয়, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী, অমিতাভ ব্যানার্জি হোপ স্কুলের কর্মকর্তা ও অন্যান্যরা হোপ অর্গানাইজিং কমিটি এবং ফাউন্ডেশন কমিটির মেম্বার বি আচারিয়া এবং অলকা আচারিয়া এর উদ্যোগে অনুষ্ঠান পরিচালনা করা হয় সমাজসেবী অমিতাভ ব্যানার্জি বলেন যে প্রতিবছরে এই ধরনের সেবার মাধ্যমে মানুষকে পরিষেবা প্রদানে সহায়তা করতে চান তারা , এধরণের সরকারি সংস্থার মাধ্যম।
এই অনুষ্ঠানে মোটরচালিত হুইলচেয়ার ব্যবহারকারীদের হেলমেট প্রদান করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন