নিউজ ডিজিটাল দুর্গাপুর,
####################
নিজস্ব প্রতিবেদক,,,,
দুর্গাপুরের বেনাচিতির তালতলা বস্তিতে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারের হাতে দুর্গাপুর পৌর নিগম প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়,
৩৫ টি পরিবারের হাতে দশ হাজার টাকা করে মোট সাড়ে তিন লাখ টাকা তুলে দেন পৌর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন আনন্দিতা মুখার্জি মহাশয়া।
১১ ই ফেব্রুয়ারি ৬ টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভস্মীভূত পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরো অনেকেই আর্থিক ও সামাজিক ভাবে সাহায্য এগিয়ে আসবে বলেন চেয়ারপারসন।
ভয়ংকর এই অগ্নিকাণ্ডের আগুন নেভাতে দুর্গাপুর ফায়ার স্টেশনের সাথে সাথে দুর্গাপুর ইস্পাত কারখানা ও রাণীগঞ্জের ফেয়ার বিগ্ৰেড সহযোগিতা প্রদান করে গতমাসে,ক্ষতিগ্ৰস্থ পরিবারগুলোকে সাহায্যের আবেদন করলে পৌরসভার পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হয়।
ধামাকা অফার ইয়ার ইনডিং সেল,,,₹2000 off,,,
ANIS TVs...9733756747,7872776667
##################
পাঠশালা পরিবার এক শিক্ষামূলক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সারা বছরই সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে লিপ্ত এই সেচ্ছাসেবী সংগঠন।
Follow us on Facebook Page Twitter YouTube channel,pls contact...9064909479
For advisement no..9614358141
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন