পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের শ্যামপুর উদয় সংঘ মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল ভারত বাংলাদেশ মৈত্রী বন্ধন উৎসব। অনুষ্ঠানে নাচ, আবৃত্তি, বাংলা ভাষা নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি প্রগতিশীল হিউম্যানিস্ট জার্নির শাখা প্রোগেসিভ হিউম্যানিষ্ট সোসাইটি উদ্বোধন করা হয় সভাপতি বাংলাদেশ থেকে আগত শ্রুতি খানের হাত ধরে।
পাঠশালা পরিবার এক শিক্ষামূলক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সারা বছরই সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে লিপ্ত এই সেচ্ছাসেবী সংগঠন।এই অনুষ্ঠানের আয়োজক ছিল তারা। পাঠশালা পরিবারের তরফ থেকে ছিলেন অশোক প্রামাণিক, সুতপা চক্রবর্তী, কিংশুক বাবু, বেবি প্রামাণিক , সৌম্য ও অন্যান্য রা। ছিলেন ঋতভাস বাচিক দলের সমস্ত সাংস্কৃতিক শিল্পীরা,ইতি সিনহা পালের সুযোগ্য পরিচালনায় ও ঋতভাসীদের অনবদ্য আবৃত্তি নৈপুণ্যে অনুষ্ঠানটি সুন্দর সুষ্ঠভাবে হয়। বিশিষ্ট সমাজসেবী ও কবি অভিজিৎ দাস ও নাট্য শিল্পী অমল হালদার, পুলিশ প্রশাসনের প্রাক্তন আধিকারিক জিতেন্দ্র গোস্বামী বরিষ্ঠ সাংবাদিক ও কবিতার কলম পত্রিকার সম্পাদক দুলাল সরকার উপস্থিত ছিলেন।ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ সূচনা করা হয় অনুষ্ঠানের। বাংলাদেশের জাতীয় কবি ও ভারতবর্ষের গর্ব কাজী নজরুল ইসলামের কবরস্তানের মাটি সাইকেল চালিয়ে বাংলাদেশে নিয়ে যাওয়া এবং এখনো পর্যন্ত আবিশ্বের ২২০০ কবির কবিতা অনুবাদ সহ কন্ঠে ধারণ করা খ্যাতনামা কবি দেবাশীষ ভট্টাচার্য্য মহাশয় উপস্থিত ছিলেন। দুর্গাপুরের গর্ব সমাজকর্মী ও কবি অভিজিৎ দাস অসাধারণ ভূমিকা পালন করেন এই অনুষ্ঠানের। স্থানীয় ক্লাব উদয় সংঘ সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত নৃত্য শিল্পী ও অগণিত দর্শক ও এ আই সি টি পরিবার থেকে শিক্ষক প্রদীপ বাবু অসাধারণ বক্তব্য সকলের মন কাড়ে, এরপর বাংলাদেশের উন্নত প্রগতিশীল মানবতার ধারক, কবি শ্রুতি খান মন ছোঁয়া মানবিক কথাবার্তায় মাতিয়ে রাখেন গোটা অনুষ্ঠান, আন্তজার্তিক হিউম্যান রাইটসের বাংলাদেশের রাষ্ট্রদূত শ্রুতি একজন খ্যাতনামা কবি ,এই নতুন সোশ্যাল সোসাইটির সভাপতি ও দুর্গাপুর থেকে অভিজিৎ দাস ভারতবর্ষের প্রতিনিধি।
লিটিল ম্যাগাজিন আয়োজক স্বর্গীয় সন্দীপ দত্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়,তারপর কবি সাহিত্যিকদের কবিতা পাঠ করা হয়, পাঠশালা পরিবার থেকে স্মারক,উত্তরীয় প্রদান করেন ঐ পরিবারের স্যাররা।
পাঠশালা পরিবার এক শিক্ষামূলক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সারা বছরই সামাজিক সাংস্কৃতিক শিক্ষা বিষয়ক কার্যক্রমে লিপ্ত থাকে।
Follow us on Facebook Page Twitter YouTube channel,, like comment and subscribe it.. contact for advisement...9064909479,9614358141
News Digital Durgapur always stay with you..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন