Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৮ মার্চ, ২০২৩

সমবায় মন্ত্রীকে নিয়ে পান্ডবেশ্বর বিধায়ক নরেন চক্রবর্তী মহাশয় শুভ উদ্বোধন করেন

  হরিপুর কোলিয়ারি গেটের সামনে একটি এমপ্লয় কো-অপারেটিভ  মাল্টি পারপাস সোসাইটি লিমিটেড এর পক্ষ থেকে একটি মহল তৈরি করা হয় সেটির শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সমবায় মন্ত্রী অরূপ রায় এবং পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আর লোকাল নেতৃত্বরা সবাই ছিল ব্লক স্তরের অঞ্চলের।



হরিপুর কোলিয়ারী এমপ্লআয়ইজ কো- অপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি লিমিটেডের শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের সমবায় মন্ত্রী শ্রী অরূপ রায় ও স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, 



স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় বলেন  হরিপুর এলাকার  বন্ধ  হয়ে যাওয়া  কোলিয়ারী গুলির পুরাতন কর্মীদের সুবিধার্থে এই প্রকল্পের উদ্বোধন আজ, মানুষের পাশে দাঁড়ানোর, সাথে থাকার আশ্বাস বিধায়কের।

,,,,,,,,,,,,,,,,,,,,,xxxxxxxx,,,,,,,,,,,

পাঠশালা পরিবার এক শিক্ষামূলক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সারা বছরই সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে লিপ্ত এই সেচ্ছাসেবী সংগঠন।








ফেসবুক পেজ ইন্সটাগ্ৰাম লিংকডিন ইউটিউব চ্যানেল নিউজ ডিজিটাল দুর্গাপুরের সাথে যুক্ত হতে আজই ফোন করুন বিস্তারিত খবর জানতে,,, আপনার এলাকার খবর তুলে ধরার পাশাপাশি বিঙগাপন দিতে পারেন এই নম্বরে,যোগাযোগ,,৯০৬৪৯০৯৪৭৯,৯৬১৪৩৫৮১৪১




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot

Pages