Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১১ মার্চ, ২০২৩

স্কুলে আন্দোলনের জের

👇






 পশ্চিম বর্ধমানের কাঁকসা অঞ্চলের মলান দীঘি স্কুলে,



 এই শুক্রবারে স্কুল শিক্ষকদের আন্দোলনের জেরে থেমে গিয়েছিল শিক্ষার্থীদের পড়াশোনা,তাই শনিবারে শিক্ষকদের স্কুলে ঢুকতে না দিয়ে স্কুল গেটের বাইরেই শিক্ষকদের ঘিরে ধরে আন্দোলনে শামিল হন অভিভাবক অভিভাবিকারা। উত্তেজনা কাঁকসার মলানদিঘি উচ্চ বিদ্যালয়। ঘটনা স্থলে উপস্থিত হয় পুলিশ প্রশাসন। যদিও অভিযোগ অস্বীকার করেন ঐ স্কুলের প্রধান শিক্ষক। তিনি বলেন পঠন পাঠন ঠিকঠাক হয়েছে। অহেতুক আন্দোলনে সামিল অভিভাবকদের।


পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়,কি শিখবে ভবিষ্যত প্রজন্মের সন্তানেরা? শিক্ষা অঙ্গনে ঝেমালায় জেরবার শিশু মন, রাগান্বিত অভিভাবক অভিভাবিকারা।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot

Pages