Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

দেবী তার তেজোরাশি স্তিমিত করে এই অনিন্দ্য মূর্তি ধারণ করলেন

 পশ্চিম বর্ধমান : দেবী তার তেজোরাশি স্তিমিত করে এই অনিন্দ্য মূর্তি ধারণ করলেন। এই মূর্তি ত্রিনয়না, চতুর্ভূজা, রক্তাম্বরা, সালংকারা, নাগযজ্ঞোপবীতধারিনী ও দেব-ঋষিগণ কর্তৃক অভিবন্দিতা এক মঙ্গলময়ী মহাদেবীর মূর্তি। সমগ্র জগৎকে পরিব্যাপ্ত করে দেবী দেবগণকে এই মূর্তি দেখালেন; দেবগণও তার স্তবে প্রবুদ্ধ হলেন।জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না, চতুর্ভূজা ও সিংহবাহিনী। তার হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ; গলায় নাগযজ্ঞোপবীত। বাহন সিংহ করীন্দ্রাসুর অর্থাৎ হস্তীরূপী অসুরের পৃষ্ঠে দণ্ডায়মান। দেবীর গাত্রবর্ণ উদিয়মান সূর্যের ন্যায়।



সর্ব্ব পাপৎ বিনির্মুক্তঃ পূজা ফলং অবামুয়াৎ । 

জগধ্বাত্রী পুজ নিয়ে রাঢ়বঙ্গ এখন মেতে আছে । দুর্গাপুর শিল্পাঞ্চলের সাথে সাথে গ্রামীন এলাকায় পিছিয়ে নেই দেবীর আরাধনায় । বামুনাড়া গ্রামে অগ্রণী সঙ্ঘের উদ্যোগে জগধ্বাত্রী আরাধনা নবম বছরে পা দিল । এবারে বামুনাড়া গ্রামের আপামর বাসিন্দা অধীর আগ্রহে হাজির হয় পুজো প্যান্ডালে । এবারে পুজোর  উদ্বোধন করেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ।পস্থিত ছিলেন সমাজসেবী পল্লব বন্দ্যোপাধ্যায় , জেলা পরিষদের শিক্ষা কর্মাধক্ষ্য বৈশাখী বন্দ্যোপাধ্যায় । নবম বছরে পা দিল অগ্রণীর দেবী  আরাধনা । আজ দুঃস্থদের বস্ত্র বিলি করা হয় । ক্লাবের সম্পাদক সজল রায় বলেন “ ক্লাবের পক্ষ থেকে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হবে , অঙ্কন প্রতিযোগিতার আয়োজন হবে , । একদিনেই তিনদিনের পুজো হবে । ভোগ বিলি হবে । বামুনাড়া ছাড়াও অন্যান্য গ্রামের থেকেও মানুষ আসে পুজো দেখতে এবং ভোগ খেতে”অভিনেত্রী সায়ন্তিকা মাতিয়ে তোলেন উপস্থিত দর্শকদের ।অভিনেত্রী  সায়ন্তিকা কার্যত নিজের জনপ্রিয়তা যাচাই করে নেন । এখানেও ফুল মার্ক্স পেয়ে যান তিনি । উপস্থিত দর্শকেরা সায়ন্তিকাকে নিজেদের ভালবাসা উজাড় করেন । আবদার করেন গান গাওয়ার । সেই আবদার মেটান অভিনেত্রী। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot

Pages