নিউজ ডিজিটাল দুর্গাপুর:-জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংগঠনিক কোর কমিটির বৈঠক বীরভূমে। উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায়, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী,কাজল শেখ,আশীষ ব্যানার্জি প্রমুখ।
নয় সদস্য নিয়ে গঠিত এই কোর কমিটির বৈঠক বীরভূমে এখনো অনুব্রত মণ্ডলকেই জেলা সভাপতি রেখে দেওয়া হয়, জেলবন্দী অনুব্রত মণ্ডলকে মিস করছি না মন্তব্য করেন দীর্ঘ দিনের সাংসদ শতাব্দী রায়,
পরে অবশ্য বলেন মজার ছলে বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বীরভূমের দায়িত্বভার নিয়েছেন, আগামী সপ্তাহে জেলা সফরে আসছেন তিনি।
নবনিযুক্ত নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন কোনো রকম অসুবিধে হবার কথা নয়,বরং উন্নয়নের জোয়ার অব্যাহত থাকবে এই জেলাতেও,তিনি সবসময়ই পাশে ও সাথে আছেন এই জেলাবাসীর।
Follow us.. FB page YouTube channel tweeter Instragram.. contact for advisement,no..9064909479,9614358141
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন